Thursday, January 19, 2012

আশফাকুর রহমান (প্লেনো, টেক্সাস) এর মুখোশ উন্মোচন

এই লেখা তথ্য পেয়েছি | উঠিয়ে দিলাম চিঠি টি | আপনারা ই বলুন সত্যি বা মিথ্যা | 

একজন  আশফাকুর রহমান...

বাংলাদেশের একজন লোক, আশফাকুর রহমান | যে বর্তমানে থাকে টেক্সাস এর প্লেনো সিটি তেকিন্তু কে এই লোকটিআপনারা যারা একে চেনেন, তারা কি জানেন তার এই সুবোধ, নম্র-ভদ্র চেহারার নিচে লুকিয়ে আছে আরেকটি রূপএই 'আশফাকুর রহমান' এর আসল যে পরিচয় তা অনেকে জেনেও না জানার ভান করে আছেন - যেটাও একটি অন্যায় কাজএই ব্লগটিতে এই দুশ্চরিত্র, মিথাবাদী, আশফাকুর রহমানের আসল পরিচয়টি তুলে ধরা হলোযদি তথ্যগুলি মিথ্যা বলে জানেন, তাদের কে আমন্ত্রণ রইলো 'প্রমানসহ' প্রতিবাদ মন্তব্য করতে |  নিচে  দেখুন এই আশফাকুর রহমান এর ছবি | 

আশফাকুর রহমান, প্লেনো সিটি,  টেক্সাস


এই আশফাকুর রহমানের স্ত্রী রেহানা খাতুন তার স্বামী দুই মেয়ে 'কাশমী' এবং 'রেশমী' দেরকে নিয়ে তার আমেরিকায়  বসবাসরত খালাতো আত্মীয়দের কাছে কিছু দিনের জন্য বেড়াতে আসার ছুতো দেখিয়ে বহুবার চেষ্টা চালান ঢাকার আমেরিকান এমব্যাসি থেকে আমেরিকায় আসার ভিসার জন্য | সর্বশেষে, একদিন আমেরিকান এমব্যাসি রেহানা খাতুন কে তার বড় মেয়ে কাশমী কে বসর এর ভিসিট ভিসা দেয় , এবং তার স্বামী আশফাকুর ছোট মেয়ে রেশমী কে ভিসার আবেদন নাকচ করে দেয়ভিসা হওয়ার কিছুদিন পরই  স্বামী ছোট মেয়েকে ঢাকায় রেখে রেহানা খাতুন তার বড় মেয়ে সহ আমেরিকায় টেক্সাস এর প্লেনো সিটি তে চলে আসেন ১৯৯৪ সালেরেহানা খাতুন কাশমী দের ভিসা শেষ হলেও তারা দেশে না ফিরে গিয়ে ওই ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অবৈধভাবে  আমেরিকায় বসবাস কাজ করতে থাকে |

স্ত্রী রেহানা বিদেশে আসার বহু আগের থেকেই বাংলাদেশে আশফাকুর এর নামে বহুরকম বাড়িতে রাখা ছোট-বড় কাজের মেয়েদের চরিত্র হননের কথা শোনা যেত | স্ত্রী আমেরিকায় চলে আসার পর এই দীর্ঘ পাচ বসরে (৯৪ - ৯৯ সাল) স্ত্রী  বিহীন জীবনে আশফাকুর রহমান দেশে নানা জায়গায় এবং তাদের ঢাকা তে এলিফ্যান্ট রোডের ভোজ্য তেলের গলির ভাড়া বাড়িতে কাজের মেয়েদের চরিত্র হনন করে চলেন একের পর একএরই মধ্যে এক কাজের মহিলা তার দ্বারা গর্ভবতী হয়ে পড়ে | এই খবর ছড়িয়ে পড়ে এলিফ্যান্ট রোডের ভোজ্য তেলের গলির পাড়া মহল্লায় এবং এতে মহল্লায় একটি সালিশীও বসে | এছাড়াও রশিদা  নামের এক গরিব যুবতীকে নিয়েও চলে একই অবস্থা এবং ছড়িয়ে পড়ে নানা কানকথা |

এদিকে আমেরিকায় মা (রেহানা) মেয়ে (কাশমী) দের মাঝেও দেখা যায় ভাঙ্গন |   মেয়ে মাকে ছেড়ে চলে যায় অন্যত্রস্ত্রী বড় মেয়ের সাথে আমেরিকাতে যোগ দেবার পরিকল্পনা অনুযায়ী আশফাকুর সেই ৯৪ সাল হইতে একভাবে নানা ফন্দিতে চেষ্টা চালিয়ে যেতে থাকেন আমেরিকান এমব্যাসিতে ভিসার আশায় | এক ভাবে তার ভিসা আবেদন নাকচ হতে হতে এক পর্যায়ে আমেরিকান এমব্যাসি থেকে তাকে বলা হয় সে যেনো ওই এমব্যাসির ধরে কাছে আর না আসেএরকম চলাকালীন সময়ে যখন আশফাকুর এর  দুশচরিত্র্যর কাহিনী পাড়া প্রতিবেশীদের কাছে প্রকাশ হয়ে পড়তে শুরু করে, সে সময়ে ভাগ্যক্রমে তারই এক আমেরিকাবসত বন্ধুর সাহায্য সহায়তায় আশফাকুর ছোট মেয়ে রেশমীর আমেরিকায় স্বর্গরাজ্যে আসার ভিসিট ভিসা হয়ে যায় | বাবা, মেয়ে একসাথে ১৯৯৯ সালে আমেরিকায় টেক্সাস প্লেনো সিটি তে চলে আসে মায়ের সাথে যোগ দেয় | বড় মেয়ে তখনও সব সম্পর্ক বিচ্ছিন্য রাখে তার পরিবারের সাথে

অতি কুটবুদ্ধি সম্পন্না স্ত্রী রেহানার সহযোগিতায় পুরো পরিবারই আমেরিকাতে ভিসিট  ভিসায় আসা সত্তেও, ভিসার মেয়াদ শেষ হলেও, তারা আমেরিকায় থেকে যায় | তারা আমেরিকার আঈন কে ফাকি দিয়ে অবৈধ ভাবে নানা রকম নকল কার্ড তৈরী করে অবৈধ ভাবে কাজে লেগে যায়

আশফাকুর আমেরিকায় আসা মাত্রই অবৈধভাবে কাজ নেয় একটি গ্যাস এস্টেশানে | ওখানে আশফাকুর মাত্র কয়েকদিন কাজ শুরু করেছে, এরই মধ্যে তার যা অভ্যাস, তাই সে করে বসে | যা কিনা বিদেশরত বাঙালিদের জন্য এক মহা কলঙ্কময় ব্যাপার বটেআশফাকুর এর কাজ রাতের শিফট তার ওই রাতের সিফট এর কাজের সময় মধ্যরাতে আসে এক আমেরিকান ১৬/১৭ বসরের কিশোরী কাস্টমারআসে পাশে কেউ নেই - এই তো সুযোগ ! একে কাজে লাগাতে, সুযোগ বুঝে ওই কিশোরীর গায়ে হাত দিয়ে, টানাটানি যেই না শুরু করে, আর যাবে কোথায় ? বিধি বাম, দেশ না, আমেরিকাকিশোরী সাথে সাথে ডায়াল করে ৯১১ পুলিশকেসেকেন্ডে এসে যায় পুলিশ চারিদিক দিয়েআশফাকুর কে হাতে হাতকড়া দিয়ে নিয়ে যায় জেলেপরের দিন তাকে জেল থেকে বের করে আনে তার স্ত্রী জামিনে  |  তাকে কোর্টে হাজির হতে হয় জজ এর সামনে বিচার-শুনানির জন্যওই গ্যাস এস্টেসন এর ভিতরের সিকিউরিটি ক্যামেরায় তার কীর্তি কলাপ রেকর্ড হয়েছিল সেটাও কোর্ট আনা হয়এতে সে ধরা পড়ে যায়ফেলোনির থেকে বাচবার জন্য লইয়ার এর মাধ্যমে নেগোসিয়েশন করে এর বিচার এর অবশেষে সে ছয় মাসের জেল হাজত এর সময়ের পরিবর্তে দশ হাজার ডলার জরিমানা দেয় প্রবেশন নিয়ে খারিজ হয়

পরবর্তিতে আশফাকুর আমেরিকাতে গ্রীন কার্ড এর জন্য জর্জিয়ার আটলান্টায় থাকে এক বন্ধু মোশারফ হোসেন (যার পিতা যশোরের সন্মানীয় আলতাফ ডাক্তারএর গ্যাস এস্টেসনে অবৈধ চুক্তিতে কাগজে-কলমে দেখায় তিনি ওখানকার একজন রেগুলার কর্মচারী | যাহা সম্পূর্ণ মিথ্যা | আশফাকুর সর্বদায় প্লেনো, টেক্সাস থেকেছেনকখনই আটলান্টা তে থাকতেন না | ওই গ্যাস এস্টেসন তিনি কোনদিনও কাজ করেননিআটলান্টায় আশফাকুর এক/দু বার বেড়াতে গিয়েছেন মাত্র | কয়েক বসর পর ইমিগ্রেসনে এই মিথ্যা ধোকাবাজি দেখিয়ে ওই কাজের এসপনসার এর মাধ্যমে তার স্ত্রী সহ গ্রীন কার্ডও হয়ে যায়

এখন প্রশ্ন আমদেরও আমেরিকা গিয়ে ওদের মত ধোকাবাজি, মিথ্যা বলে গ্রীন কার্ড পাওয়ার ইচ্ছা হওয়াতে অসুবিধা কি ? আমাদের দেশের খারাপ, লম্পট, ভয়ংকর মানুষগুলি যদি আমেরিকায় এভাবে সবকিছু সুন্দর সহজে পেতে পারে, আমরা কেন পারব না ?

এখনো এই আশফাকুর এর মুখোশ পুরোটা খুলে যাই নি | আরো একটা জানা ঘটনা বলি

১৯৯৪  সালের আগে যখন এই আশফাকুর তার স্ত্রী বাংলাদেশেই থাকতেন, আশফাকুর এর ছোট ভাই তামিদুর রহমান প্রথমে যান সুইডেন, সেখান থেকে যান কানাডায় এবং সে দেখায় বাংলাদেশে পলিটিকাল কারণে নিরাপত্তা হারিয়ে কানাডায় এসেছে  রেফিউজি এস্টাটাস পাবার আশায়কোনো ফায়দা না হওয়াতে সে কানাডা থেকে আমেরিকাতে চলে আসে এবং দীর্ঘ ১০/১৫  বসর আটলান্টায় থাকে ওই একই আশায় | তামিদুর আটলান্টায় বসবাস অবস্থায়  ফোনে বিয়ে করেন যশোরের এক মেয়ে (আফরোজা) বাবলিকে | কিন্তু তামিদুর এর নিজের কোনো বৈধ ইমিগ্রেশন এস্টাটাস আমেরিকাতে না থাকায় সে বউ কে আমেরিকাতে আনতে পারছিল না | অবস্থায় যশোরে তারই গ্রামের নিম্নবিত্ত পরিবারের এক ভদ্রলোক আমেরিকার  ডিভি লটারি ভিসা পান | এই সুযোগটি আশফাকুর কাজে লাগান তামিদুর এর লাখ টাকার মাধ্যমে | এই লোকটির আমেরিকা আসার টাকা না থাকায় আশফাকুর এর লাখ টাকার প্রস্তাবে রাজি হয় তামিদুর এর বউ কে বিয়ে করে বউ দেখিয়ে আমেরিকা আনতে | এভাবে বাবলি তামিদুর এর বউ সত্তেও ওই লোকটিকে বিয়ে করে তার বউ হয়ে আমেরিকায় আসে | অথচ বাবলি অন্যজনের বউ হয়ে তার পূর্বের স্বামী তামিদুর এর কাছে চলে যায় আটলান্টায় এবং বসবাস করতে থাকে | এর পর আমেরিকার /১১ এর ঘটনার পর তামিদুরকে দেশে চলে যেতে হয় আমেরিকার ইমিগ্রেসন থেকে তাকে আমেরিকা থেকে বের করে দেওয়ার কারণেবাবলি তখন আমেরিকায় থেকে যায় অন্যের বউ হিসাবে এবং পরে সিটিজেন হয়ে কয়েক বসর পর তামিদুর কে ফেরত আনে আমেরিকায় | আর তার দিতীয় স্বামীও বাবলিকে তালাক দিয়ে রেহাই পানএসব কিছুই ওই আশফাকুর আর রেহানার কুবুধিতেই হয় |

এখন আপনারাই বলুন - এই আশফাকুর রেহানা কি আমেরিকায় বাংলাদেশে আমাদের বাঙালিদের জন্য কলঙ্কময় কিনাএদের বিচার হওয়ার কি প্রয়োজন আছে, না নেই? যদি থেকে থাকে, তবে যারা তাদের সাথে উঠা বসা করছেন, তারাও কি  এসব জেনে সমান অপরাধী নয় ? বাংলাদেশে না হয় কোনো আইন কানুন নেই, তাই বলে কি আমেরিকা তেও নেই? এসব কি আমেরিকার আইনের কাছে কেউ প্রকাশ করতে পারেন না ? যদি পারেন তবে এখনি করুন | না হলে এইরকম বহু আশফাকুর রেহানা রা আমেরিকা, কানাডা , ইউরোপ ভরে যাবেতখন আর আমাদের বাঙালি জাতির কোনো ভালো পরিচয় থাকবে না |  




11 comments:

  1. ei magibaaz ashfaqur haramjada re amra khub valo kore jani. chi chi chi! ki joghonno! shalar naam to registered sex offender er list e thaka uchit!!! ke jane ache kina. ei lok ekta mitthuk aar pichaash o bote. haramjadar thaika tomra tomader bou, baccha der shabdhan rakho. eder ke america te kara sponson kore ane? kara eder shathe utha bosha kore? orao shob doshi. amader jonno ei lok ekta kolonko. ei loker wife Rehana o ekta mitthuk - she to job application e dichilo uni naki BA pass bangladesh theke. amar ek bondhur baba janalen uni matro SSC pass, HSC fail. ei haramjadi re amar bondu'r bou plan korche jiggesh korte shobar shamne plano mosjide taar shamir sex crime aar taar BA degreer kotha. manushe to shobai jane na tara ki. valoi hobe. tarpor eder edesher theke ber kore dite INS i barr kore dibe.

    ReplyDelete
  2. আই হাই ... এ কি?? এই বেটার বড় মেয়েটা কে বন্ধু হিসাবে খুব ভালো করে চিনতাম একসময়| সেও তো আরেক বাঙালির বাড়িতে থাকত আরেক পুরুষের (আমারই বন্ধু)সাথে| আবার বলে বেড়াত ওরা ভাই-বোন এর মত থাকত| হাসি তো পেতই তখন - এখন তো দেখি এসব ওদের রক্তে মেশানো| ছি ! ছি !

    ReplyDelete
    Replies
    1. Rehana ghumta diye kham ta nache. Jeno ki honu ray america eshe. Lagam chara mukhe mitthar buli bolay berai. Act like a bazarer shardarni. Vondu Dilrubar chamcha.Tara America thakar upojukto na.

      Delete
  3. Arey aei loker bou ke amra o jani, 0 to no.1 baiman, batpar osobbow mittuk to botei. Puro poribariti dekhi aek. Toba Toba.

    ReplyDelete
  4. apnara je nijeder eto shikhkhito bole dabi koren, ta boroi hasshokor. kono din to deklam na ekjon shikkhito manusher moto kotha bolte ba babohar korte. eto mittha kotha bolte apnader mukh batha hoi na?

    aar apnar je wife rehana, taar shathe ami ekshathe boshe matrik diyechilam. tao koto kando. ei blog pore sheishob purono diner sriti gulo mone pore jacche. apnar wife-er konorokom e, nokol thukiye matrik porikkha debar dingulo shob eke eke mone eshe gelo. ami nokol korechilam ektu adhtu, kitu rehanar moto noy . bapre, ki sahosh taar!

    ami bohu pore ditiyobaar er jonno intermediate porikkhar cheshta korechilam ebong tao ei Rehanar shathei milito hoye. amar aar porikkha deoa hoyechilo na, tobe ami 100% sure jani je apnar wife Rehana begam shudhu matro matrik-i pash. intermediate to bohubaar i fail, BA pash to to gacher moner kotha. aar apnar choritro je kharap, ta to selina apa (rehana'r bon) aar rehana nijei kende kete bole gechilo amader. issh apader gayer je ki durgondho ta to ekhon eto dure Australia-y boshei pacchi.

    apnader mittha diye, naak uchu kore darate darate dekhesen to pachar kapor kemon khule jacche ekhon? ei to hoy shesh mesh khali ghoti hoye beshi bajte thakle. amar khub i anondo lagche apnader ashol porichoy evabe internet e ber hoate. jara apnader bondhu hoi tarao apnader moto eki poder botei. ish tader shonmondheo kichu blog dile kintu khub i moja hoto. eguoke natok kore ghore ghore tv te dekhale kintu mondo hoy na!

    ReplyDelete
  5. ghore meye ache? tala diye rakhun apnar meye ke jotodin ei lok ke sex offender er khatay naam registry kora hoi. shabdhan er theke. ei loker nati puti der keo er theke dure rakha uchit.

    ReplyDelete
  6. Waaak thu'! Shaala tor haddi guddi cheebai khai. eikhane boshe to aar tor gaye haat dite parbo na. tui ja... bari fire giye ei kukirti kor. taar por khobor dish. raam da niye tor shathe dekha korte ashbo. kupanor age tor babu marka cheharai gorur goo diye lepe chulai khorir moto puraye kaali kore debo. tar por kupaye kete koyla hishabe bikri kore diye oi taka ekta puran dhakar besshare diye ashbo. shaala!!!!

    ReplyDelete
  7. This is really funny. he is an American Citizen and yet as a 'sex offender' he gets his citizenship. Are you guys really stupid??? American Immigration didn't even look at this? how funny, you don't have better things to do in life I guess.

    ReplyDelete
  8. I am responding to question "American Immigration didn't even look at this?" posted above by Anonymous(Feb 16, 2012 07:35 AM).

    As a law office clerk in the US, I know that there is a ‘10 year’ probation period set for a first time offender to show ‘good moral character’ in order to qualify for the US Citizenship application.

    US Immigration requires a person to be of good moral character to become a US citizen. It seems this man has committed the crime in 1999. That’s almost 13 years ago. If he became US citizen after the ‘10 year period’, and he has not been found guilty of another crime for the second time, then according to the law, the US immigration may approve an application such as this man’s and award him US citizenship.

    Now, the crime must not be a felony. A ‘felony’ charge is not erasable or allowed to be expunged from a person’s criminal history and US immigration has a different approach for applicants with felony charges, whether a first timer or not. So, it is my guess that
    if this man is a US citizen today, his crime must have not been a felony, but was charged at a lesser type. It still is a crime.

    I know from my work related experience that an immigrant sex offender knows more about the general and US immigration laws than most ordinary American Citizens.

    The ‘10 year period’ probation law to show good moral character, and laws similar to this are set up with the idea being that the US Government wants to give people a second chance. Unfortunately, the statistics show that 1 out of every 3 sex offenders will repeat their crime (see statistics from research studies done by the Bureau of Justice). In my personal opinion, I don’t think a sex offender can ever be cured whether caught or not. And keep in mind that if he was caught once, that typically means there were more that he was not caught for (it’s unlikely, he was caught on his first time, specially given his age). I just hope this man is not part of the 1 out of 3, who will repeat.

    ReplyDelete
    Replies
    1. ha ha ha... this long post proves that you have nothing better to do.

      Delete
  9. What do you mean by asking readers of this blog ‘you have nothing better to do in life? This information is a darn good thing for people to know. Whoever is doing this is doing a good job.

    I think the US Immigration systems just as the other country’s Immigration systems are too often fooled by criminals like these coming from Bangladesh and other third world countries, as a result of their generosity in trying to give people a chance at a better life. Perhaps, we need to ask US Immigration to justify on what ground after all the information given here, allowed this man to become a US citizen. I see there is a need for this blog to be in English language, so more people can read and raise questions and investigated. I sure will forward this to everyone I know.

    ReplyDelete

Post A Comment